Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কালোজিরার উপর নির্বাচিত আগাছানাশকের প্রভাব

বিস্তারিত বিবরণ : 

উপযোগী অঞ্চল : ফরিদপুর ও কৃষি পরিবেশ অঞ্চল ১২ এর অনুরুপ অঞ্চল
বিষয় : একক ফসলের বিবরণ
ফসল : কালোজিরা
জাত : বারি কালোজিরা-১
বপন/রোপনরে দুরুত্ব (সেমি:) : সারি থেকে সারি ৪০ সেমি x ক্রমমান বপন
বপন সময় : ১০-১৫ ডিসেম্বর
রোপন সময় :
সারের মাত্রা (কেজি/হেক্টর) :
ইউরিয়া : ১৭৫
টিএসপি : ১৫০
এমওপি : ৬০
জিপসাম : ৮২
জিংক সালফেট : ৫.৫
বরিক এসিড : ৯
সার প্রয়োগ পদ্ধতি : সকল জৈব সার, টিএসপি, এমওপি, জিপসাম, জিংক, বোরণ সার চূড়ান্ত জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার বপনের ৩০ ও ৫৫ দিন পর উপযুক্ত আর্দ্র মাটিতে সমান দুই ভাগে উপরি প্রয়োগ করতে হবে।

ফসলের আন্ত: পরিচর্যা : গাছের বৃদ্ধি ও অধিক ফলন পাওয়ার জন্য আগাছা নাশক, অক্সাডিয়াজন (ট্রেড নাম: অ্যাক্টিভার) বীজ বপনের ৩০ দিন পর প্রতি লিটার পানিতে ০.৭৫ মিলি হারে প্রয়োগ করতে হবে।
সেচ প্রয়োগ : ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় সেচ দিতে হবে।
ফলন (টন/হেক্টর) : ১.৩০
লাভ ক্ষতির বিবরণ (হেক্টর প্রতি) :
মোট আয় : ২৩১১৪০ টাকা
উৎপাদন ব্যয় : ৬২৩৯৬ টাকা
মোট মুনাফা : ১৬৮৭৪৪ টাকা
বৈশিষ্ট্য সমূহ :
• আগাছা নাশক, অক্সাডিয়াজন (ট্রেড নাম: অ্যাক্টিভার) কালোজিরার আগাছা নিয়ন্ত্রনের জন্য কার্যকর।
• সঠিক মাত্রায় আগাছানাশক স্প্রে করে পরিবেশের ক্ষতি হয় না।
• উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করে।

কালোজিরার উপর নির্বাচিত আগাছানাশকের প্রভাব


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back