Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :ফসল বিন্যাসে উচ্চ-পুষ্টিমান সমৃদ্ধ ফসলের জাত ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : ফসলবিন্যাস-১: মসুর - ভুট্টা - রোপা আমন
ফসলবিন্যাস-২: গম - লালশাক - মুগ - রোপা আমন
জাতের নাম : মসুর: বারি মসুর-৬, ভু্ট্টা: বারি হাইব্রিড ভুট্টা-৯, রোপা আমন: ব্রি ধান ৭২,গম: বারি গম-৩০
লালশাক: বারি লালশাক-১,মুগ: বারি মুগ-৬
উপযোগী এলাকা : রংপুর, যশোর, ঈশ্বরদী, জামালপুর জেলা
বপন সময়: ফসলবিন্যাস-১: মসুর: ১০ - ১৫ নভেম্বর, ভুট্টা: ২৮ ফেব্রুয়ারি – ৫ মার্চ, রোপা আমন: ১৫ – ২০ জুন
ফসলবিন্যাস-২: গম: ১০ - ১৫ নভেম্বর, লালশাক: ১ – ৫ মার্চ মুগ: ২৫ -৩০ মার্চ রোপা আমন: ১ - ৫ জুন
সংগ্রহের সময়: মসুর: বপনের ১০০-১০৫ দিন পরে, ভু্ট্টা: বপনের ১২০-১২৫ দিন পরে,রোপা আমন: বপনের ১২৫-১৩০ দিন পরে,গম: বপনের ১০৫-১১০ দিন পরে,লালশাক: বপনের ২৫-৩০ দিন পরে, মুগ: বপনের ৬০-৬৫ দিন পরে।
সার ব্যবস্থাপনা :
সারের পরিমান (কেজি/হেক্টর):
মসুর: হেক্টর প্রতি ৪০-৮০-৪০-৫৫-১০ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-বোরন দিতে হবে।
ভু্ট্টা: হেক্টর প্রতি ২৫০-১৩০-৯০-১২৫-৮ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-বোরন দিতে হবে।
রোপা আমন: হেক্টর প্রতি ১৭২-৬৮-৯৮-৬০ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম দিতে হবে।
গম: হেক্টর প্রতি ২৪০-১৪০-১০০-১১৫-৬ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-বোরন দিতে হবে।
লালশাক: হেক্টর প্রতি ১৮০-১০০-১৪০ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি দিতে হবে। সাথে হেক্টর প্রতি ১০ টন গোবর দিতে হবে।
মুগ: হেক্টর প্রতি ৪০-৮০-৪০-৭-৬ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-বোরন দিতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
মসুর: সকল সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। যে জমিতে পূর্বে মসুর চাষ হয়নি সে জমিতে প্রতি কেজি বীজের জন্য ৫০ গ্রাম হারে অনুমোদিত জীবানু সার বীজের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে।
ভু্ট্টা: তিন ভাগের এক ভাগ ইউরিয়া ও অন্যান্য সকল সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া কাইচ থোড় আসার ৭-৮ দিন পূর্বে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।
রোপা আমন: অর্ধেক এমওপি এবং ইউরিয়া বাদে অন্যান্য সকল সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে চারা লাগানোর ১০ দিন ও ২০ দিন পরে উপরি প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি চারা লাগানোর ২০ দিন পরে উপরিপ্রয়োগ করতে হবে।
গম: তিন ভাগের দুই ভাগ ইউরিয়া ও অন্যান্য সকল সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া প্রথম সেচের (২০ দিন ) সময় উপরি প্রয়োগ করতে হবে।
লালশাক: ১০০ কেজি ইউরিয়া, ৭০ কেজি এমওপি এবং টিএসপি পুরোটা শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া ও এমওপি বীজ লাগানোর ১৮-২০ দিন পরে উপরিপ্রয়োগ করতে হবে।
মুগ: সকল সার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।
হেক্টর প্রতি ফলন : মসুর: হেক্টর প্রতি ২১০০-২২০০ কেজি ,ভু্ট্টা: হেক্টর প্রতি ৮৫০০-৯০০০ কেজি ,রোপা আমন: হেক্টর প্রতি ৫০০০-৫৩০০ কেজি ,গম: হেক্টর প্রতি ৩৬০০-৩৭০০ কেজি ,লালশাক: হেক্টর প্রতি ১৫০০০ কেজি ,মুগ: হেক্টর প্রতি ১৩০০-১৩৫০ কেজি


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back