Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আন্তঃফসল হিসাবে ভুট্টার সাথে খাটো জাতের বরবটির চাষ

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : ভুট্টা ও বরবটি
জাতের নাম : ভুট্টা: বারি হাইব্রিড ভুট্টা -৯ অথবা যে কোন হাইব্রিড জাতের ভুট্টা ব্যবহার করা যেতে পারে।
বরবটি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক খাটো জাতের বরবটি, বারি বরবটি -২ জাতটি চাষ করা ভাল।
উপযোগী এলাকা : কুষ্টিয়া, যশোর, পাবনা, জামালপুর, বগুড়া, রংপুর ও পার্বত্য জেলা
বপন সময়: ১৫ ফেব্রুয়ারি- ৩১ র্মাচ (ফাল্গুন মাস থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত) বপন সময়: ১৫ ফেব্রুয়ারি- ৩১ র্মাচ (ফাল্গুন মাস থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত)
সংগ্রহরে সময়: বরবটি : বপনরে ৬০ হতে ৯০ দনি র্পযন্ত ৩/৪ বার বরবটরি সবুজ শুটি সংগ্রহ করা যায়।
ভুট্টাঃ বপনরে ১২০-১২৫ দনি পর মোচা যখন চকচকে খড়ের রং ধারণ করে এবং পাতা কিছুটা হলদে রং হয় তখন দানার জন্য মোচা সংগ্রহের উপযুক্ত সময়। এ অবস্থায় মোচা থেকে ছাড়ানো দানার গোড়ায় কাল দাগ দেখা যায়। সংগ্রহকৃত মোচা থেকে খোসা ছাড়িয়ে ভালভাবে রোদে শুকানো জরুরী। মোচা থেকে হাত দিয়ে অথবা হস্তচালিত যন্ত্র দিয়ে সহজে দানা পৃথক করা যায়।
সার ব্যবস্থাপনা : সারের পরিমান: হেক্টর প্রতি ৫০০-৫৫০, ২৪০-২৬০, ১৮০-২২০, ২৪০-২৬০, ৮-১১, ৫-৬, ১০০০০ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-জিংক সালফেট-বোরিক এসিড-গোবর সার দিতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
জমি প্রস্তুতির সময় সম্পুর্ন গোবর এবং তিন ভাগের এক ভাগ ইউরিয়া এবং বাকি সকল সারের সম্পূর্ন অংশ প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সার সমান দুই ভাগ করে এক ভাগ বীজ বপনের ২০-২৫ দিন পর এবং এক ভাগ ইউরিয়া বীজ বপনের ৪৫-৫০ দিন পর উপরি প্রয়োগ করে সেচ দিতে হয়। বরবটির জন্য অতিরিক্ত কোন সারের প্রয়োজন হয় না।
হেক্টর প্রতি ফলন : একক ভুট্টাঃ ৮.০৭ এবং একক বরবটিঃ ৬.০৩
আন্তঃফসল ভুট্টা ৭.৭৫-৮.০০
আন্তঃফসল বরবটিঃ ২.৫০-৩.৬০


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back