Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আন্তঃফসল হিসেবে মরিচের সাথে মটরশুটি এবং ঝাড়শিম চাষ

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : মরিচ, মটরশুটি ও ঝাড়শিম
জাতের নাম : মরিচঃ বারি মরিচ-৪; মটরশুটিঃ বারি মটরশুটি-৩ এবং ঝাড়শিমঃ বারি ঝাড়শিম-১
উপযোগী এলাকা : কুষ্টিয়া, যশোর,পাবনা জামালপুর, কুমিল্লা ও পার্বত্য জেলা
বপন সময়: নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চারা রোপন/বীজ বপন করা যায়।
সংগ্রহের সময়: মরিচঃ চারা রোপনের ৭০-৭৫ দিন পর মরিচ উত্তোলন শুরু হয় এবং প্রায় ৫-৬ বার কাঁচা মরিচ উত্তোলন করা যায়।
মটরশুটিঃ বপনের ৬০ হতে ৭৫ দিন পর্যন্ত ২/৩বার মটরশুটির সবুজ শুটি সংগ্রহ করা যায়।
ঝাড়শিমঃ বপনের ৫৫-৭৫ দিন পর্যন্ত ৩/৪ বার সবুজ শুটি সংগ্রহ করা যায়।
সার ব্যবস্থাপনা :
সারের পরিমান: হেক্টর প্রতি ২১০, ৩০০, ২০০, ১১০-১, ১.৫, ১০০০০ কেজি হারে ইউরিয়া-টিএসপি-এমওপি-জিপসাম-জিংক-বোরন সার-গোবর সার দিতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর টি এসপি, জিপসাম, জিংক, বোরন এবং এম ও পি ৫০ কেজি প্রয়োগ করতে হবে। বাকি এম ও পি এবং ইউরিয়া সার তিন কিস্তিতে চারা
রোপনের ২৫, ৫০ এবং ৭৫ দিন পর জমিতে প্রয়োগ করতে হবে।
হেক্টর প্রতি ফলন : একক মরিচঃ ৮.৬৭; আন্ত:ফসল মরিচঃ ৮.৩১-৮.৫৭; আন্ত:ফসল মটরশুটিঃ ৬.৪৫ এবং আন্ত:ফসল ঝাড়শিমঃ ৮.১৭


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back