Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বেগুন এবং পেঁয়াজ ও রসুন

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : বেগুন এবং পেঁয়াজ ও রসুন
জাতের নাম : বেগুন: বারি বেগুন -১০ অথবা যে কোন শীতকালীন জাত; পেঁয়াজ: বারি পেঁয়াজ -৪; রসুন: বারি রসুন -৪
উপযোগী এলাকা : কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, পাবনা, জামালপুর, বগুড়া এবং রংপুর জেলা
বপন সময়: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ
সংগ্রহের সময়: পেঁয়াজ ও রসুন: বপনের ৯০-১২০ দিন পর
বেগুন : চারা লাগানোর ২-৩ মাস পর ৫-৭ দিন অন্তর অন্তর ৪-৫ বার বেগুন সংগ্রহ করা যায়।
সার ব্যবস্থাপনা :
সারের পরিমান: ইউরিয়া:৩৩০-৩৫০ টিএসপি:২২০-২৫০, এমওপি:২৪০-২৬০, জিপসাম:১১০-১২০, জিংক সালফেট:১০-১৫, বরিক এসিড: ৫-৮এবং গোবর সার:৫০০০-১০০০০ কেজি/হেক্টর
সার প্রয়োগ পদ্ধতি: ইউরিয়া এবং মিউরেট অফ পটাশ সার ছাড়া অন্যান্য সারের সবটুকু জমি তৈরীর শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকী ইউরিয়া এবং মিউরেট অফ পটাশ সমান তিন ভাগ করে বেগুন বপনের ২১, ৪০ ও ৬০ দিন পর বেগন গাছের গোড়ায় রিং পদ্ধতিতে উপরি প্রয়োগ করে সেচ দিতে হবে।
হেক্টর প্রতি ফলন : একক বেগুন: ২২-২৩, আন্তঃফসল বেগুন: ১৮.৫-১৯.৫ আন্তঃফসল পেঁয়াজ: ৭.৫-৮.৫ ও আন্তঃফসল রসুন: ৪.০-৪.৫


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back