Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আন্তঃফসল হিসেবে মরিচের সাথে পাতা জাতীয় সব্জির চাষ

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : মরিচ, লাল শাক, পালংশাক, মুলাশাক, ধনিয়াপাতা
মরিচঃ বারি মরিচ-৩, লালশাকঃ বারি লালশাক-১, পালংশাকঃ বারি পালংশাক-১, মূলাশাকঃ বারি মূলাশাক-১, ধনিয়াঃ বারি ধনিয়া -১
উপযোগী এলাকা : কুষ্টিয়া, যশোর, পাবনা, জামালপুর ও কুমিল্লা জেলা
বপন সময়: অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চারা রোপন / বীজ বপন করা যায়।
সংগ্রহের সময়: মরিচঃ চারা রোপনের ৭০-৭৫ দিন পর মরিচ উত্তোলন শুরু হয় এবং প্রায় ৫-৬ বার কাঁচা মরিচ উত্তোলন করা যায়।
পাতা জাতীয় সব্জিঃ বপনের ৩০-৩৫ দিন পর সংগ্রহ করা যায়।
সার ব্যবস্থাপনা :
সারের পরিমান: ইউরিয়া:২১০, টিএসপি:৩০০,এমওপি:২০০, জিপসাম:১১০, জিংক সালফেট:১২,বরিক এসিড: ১০এবং গোবর সার:১০০০০ কেজি/হেক্টর
সার প্রয়োগ পদ্ধতি: শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর, টিএসপি, জিপসাম, জিংক, বোরন এবং এমওপি ৫০ কেজি প্রয়োগ করতে হবে। বাকি এমওপি এবং ইউরিয়া সার তিন কিস্তিতে চারা রোপনের ২৫, ৫০ এবং ৭৫ দিন পরজমিতে প্রয়োগ করতে হবে।
হেক্টর প্রতি ফলন : একক মরিচঃ ৭.১৯, আন্তঃফসল মরিচঃ ৭.০৫-৭.১৮ ,আন্তঃফসল পালংশাকঃ ১৭.৮৭, আন্তঃফসল লালশাকঃ ১৫.৬৪ ,আন্তঃফসল মূলাশাকঃ ১৬.২০ এবং আন্তঃফসল ধনিয়াপাতাঃ ১৪.৯৬

আন্তঃফসল হিসেবে মরিচের সাথে পাতা জাতীয় সব্জির চাষ


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back