Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পেঁয়াজ চাষে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

ফসলের নাম : পেঁয়াজ
জাতের নাম : বারি পেঁয়াজ-৪
উপযোগী এলাকা : যশোর, কুষ্টিয়া, রংপুর, ফরিদপুর এবং শেরপুর জেলা
রোপন সময় : মধ্য নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্য্ন্ত
সংগ্রহের সময়: পেঁয়াজের চারা রোপনের ৯০-১২০ দিন পর শীত কালীন পেঁয়াজ তোলার উপযুক্ত হয়
সার ব্যবস্থাপনা :
সারের পরিমান (কেজি/হেক্টর): ইউরিয়া: ২২৮-২৪০, টিএসপি: ২২৫-২৬০, এমওপি: ১৫০-১৮০, জিপসাম: ১০০-১৬৮, জিংক সালফেট: ১২-১৪, বরিক এসিড: ৫-৮ এবং গোবর সার: ৫০০০ -১০০০০
সার প্রয়োগ পদ্ধতি: সকল গোবর, ১/২ ইউরিয়া, এমওপি এবং অন্যান্য সারের সবটুকু টিএসপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড জমি তৈরীর শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ১/২ ইউরিয়া এবং এমওপি সার চারা রোপনের ২৫-৫০ দিন পর দুইটি সমান ভাগে মাটিতে প্রয়োগ করতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back