Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Straberry
বিস্তারিত :Strawberry gach chayay na rode rakhbo

উত্তর/মতামত

স্ট্রবেরী গাছের বৃদ্ধি ও ফল ধারনের জন্য সাধারণত পর্যাপ্ত সুর্যালোকের প্রয়োজন পড়ে। তাই স্ট্রবেরী গাছ এপিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সূর্যালোকে কিন্তুু তুলনামূলক শীতল পরিবেশে রাখতে হবে। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত পূর্ণ সূর্যালোকে রাখতে হবে।
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.:দা)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র