Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চারা হার্ডেনিং
বিস্তারিত :কোনো চারাগাছ স্থানান্তরের সময় ’হার্ডেনিং করা’ বলতে কী বুঝায়? কিভাবে হার্ডেনিং করতে হয়?

উত্তর/মতামত

বীজতলায় থাকা অবস্থায় চারা উত্তোলনের দুই থেকে তিন সপ্তাহ আগে তাপমাত্রা বা রোদের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে ও পানির অভাব সৃষ্টি করে কৃত্রিমভাবে সৃষ্ট প্রতিকুল অবস্থা কাটিয়ে উঠতে চারাকে অভ্যস্ত করার প্রক্রিয়াকে চারার হার্ডেনিং বলে। এ প্রক্রিয়ায় চারার শ্বেতসার সঞ্চয় বৃদ্ধি পায় যা রোপন পরবর্তীকালে চারাকে প্রচুর নতুন শিকড় গজাতে ও স্থানন্তরিত জমিতে দ্রুত প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।
চারা তোলার আগে চারার গোড়া থেকে ১০-১২ ইঞ্চি দুর থেকে শাবল দিয়ে তেড়চাভাবে চারা গাছের মূল শিকড় কেটে দিয়ে সিডবেডে পানি, সার ইত্যাদি সরবরাহ বন্ধ ঘটিয়ে চারাকে "হার্ডেনিং" করা হয়। উল্লেখ্য যে, পলিব্যাগ বা টবের চারায় "হার্ডেনিং" এর প্রয়োজন নাই।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।