Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কমলা ঝড়ে পড়ার কারন ও প্রতিকার কি?
বিস্তারিত :বিস্তারিত বিবরনঃ অামার রাঙ্গামাটির জেলায় বরকল উপজেলাতে ৩০০/৪০০ গাছের একটি কমলা বাগান রয়েছে। বাগান সৃষ্টির কাল থেকে বর্তমান পর্যন্ত কৃষি সম্পর্কিত কারোর নিকট থেকে পরামর্শ বা সহযোগীতা নেওয়া হয় নি। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চলছে। বর্তমানে যথেষ্ট উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সফলতার স্বপ্ন দেখছি কিন্তু সঠিক পদ্ধতির অজ্ঞতার কারনে রসালো কমলা সিংহ ভাগ পাকার অাগে ঝড়ে যায়। এমতাবস্থায় অাপনাদের সুপরামর্শ কামনা করছি...

উত্তর/মতামত


কমলা গাছে সাধারনত অতিরিক্ত ফল প্রাকৃতিক নিয়মেই ঝরে যায়। এ ছাড়া ফল ধরার পরপরই গ্রীষ্মের শুরুতে উচ্চ তাপমাত্রার দরুন, জুন-জুলাই মাসে সবুজ গান্ধী পোকার আক্রমনে ফল ঝড়ে পড়ে।
প্রতিকার: আলোক ফাঁদ ব্যবহার, পোকা ধরে মেরে ফেলা এবং ফল ব্যাগ দ্বারা ঢেকে দেয়া। ফল পাকার পূর্বে আগষ্ট-নভেম্বর মাসে মাছি পোকার দরুন ফল ঝরে পড়ে।
প্রতিকার: প্রতি ১০ মিটারে একটি সেক্সকেরোমন ফাঁদ ব্যবহার করা এছাড়া নিয়মিত সার ও পানি দেয়া, পানি নিস্কাশনকরা, এনএএ নামক হরমোন ১০ মি.গ্রা/লি. পানিতে মিশিয়ে স্প্রে করা, 2,4-D একই পরিমানে (১০মিগ্রা./লি. পানি) স্প্রে করলে সুফল পাওয়া যাবে।