Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল চাষ সম্পর্কিত তথ্য চাই।
বিস্তারিত :কুড়িগ্রাম জেলার অন্তরভুক্ত ভূরূঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নে আমার বাড়ি।আমাদের এলাকায় গড় বৃষ্টিপাত রংপুর হতে বেশি।আমি একটি লিচুর বাগান করতে চাচ্ছি।কিন্তু সমস্যা হল কোন জাতের লিচু এখানে ভাল হবে তা নিয়ে সংশয়ে আছি।এই এলাকার মাটি ও আবহাওয়া লিচু চষের জন্য উপযোগী কিনা তাও আমার জানা নেই।লিচু ছাড়া অন্যান্য কি ফল এই স্থানে ভালো হবে সেটা জানালেও আমরা উপকৃত হব। তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ রইলো উপরোক্ত বিষয়ের উপর গবেষণালব্ধ তথ্য পাঠালে অবহেলিত অঞ্চলের মানুষ হিসেবে আমরা উপকৃত হতাম।

উত্তর/মতামত

বানিজ্যিক ভিত্তিতে চাষের জন্য বারি লিচু-১ ও বারি লিচু-৪ উক্ত এলাকার জন্য ভাল হতে পারে। অন্যান্য ফল চাষের ক্ষেত্রে উক্ত এলাকায় ভাল হয় এমন ফলই চাষ করা যেতে পারে। ফলের উপর গবেষণালব্ধ তথ্যের জন্য ভিজিট করুন: www.bari.gov.bd বিএআরআই কৃষি প্রযুক্তি হাতবই (২য় খন্ড) ফল ফসল।
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর