Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : নাইট্রোজেন বেশি হলে করোনিয়।
বিস্তারিত :বিস্তারিত বিবরন লেমন ঘাস গাছে নাইট্রোজেন সার বেশি হাওয়ার কারনে গাছ মারা যচ্ছে, কি করা যায়?

উত্তর/মতামত

ফসলে নাইট্রোজেনের প্রয়োগ বেশী হলে গাছে নাইট্রোজেনের অতিরিক্ততার লক্ষণ দেখা দেয় এবং অনেক বেশী নাইট্রোজেন প্রয়োগের ফলে ফসল মারাও যেতে পারে। ফসলে অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ হলে উক্ত জমিতে প্রচুর পরিমাণে সেচ প্রদান করে অতিরিক্ত নাইট্রোজেনের প্রভাব দূর করার চেষ্টা করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যে Flood irrigation এর মাধ্যমে জমিতে প্রচুর সেচ প্রদান করতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে যাতে করে জমিতে পানি দাঁড়িয়ে না থাকে।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর