Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : অধিক ঘনত্বের আম্রপালী আম গাছের রোপনের দুরত্ব কত?
বিস্তারিত :আম্রপালী আম গাছের. Spacing?

উত্তর/মতামত

বারি আম-৩ কেই অনেকে আম্রপালী বলে থাকেন। সাধারণত: আম গাছের রোপন দুরত্ব ৮ মি. × ৮ মি. । তবে অধিক ঘনত্বের (spacing) ক্ষেত্রে ৪ মি. × ৪ মি. দুরত্বে বারি আম-৩ লাগানো যেতে পারে। অধিক ঘনত্বের আম গাছের ক্ষেত্রে গাছের বয়স ৮-১০ বছর হলে মাঝের একটি করে গাছ কেটে ফেলতে হবে। কারণ, এ সময় পাশাপাশি দুইটি গাছের শাখা প্রশাখা বড় হয়ে একটি অন্যটির সাথে মিশে যায় (overlaping), ফলে আলো-বাতাস চলাচলে বিঘ্ন ঘটে, পোকামাকড়ের উপদ্রব বেড়ে যেতে পারে এবং ফলন কমে যায়।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই