Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : disease
বিস্তারিত :বিস্তারিত বিবরন:akta lebu gacer bayos 3bsr,kintu full o lebu kicui hoy na.Ami akhon ki krte pari?

উত্তর/মতামত

আপনি গাছের পরিচর্যা এবং নির্দিষ্ট কোন উপসর্গ সম্পর্কে জানান নাই। এ অবস্থায় গাছের সঠিক পরিচর্যা, পানি ও সার প্রয়োগ করে দেখতে পারেন। ৩-৫ বছরের গাছের জন্য পঁচা গোবর-২০ কেজি, ইউরিয়া-৪০০ গ্রাম, টিএসপি-৩০০ গ্রাম, এমওপি-৩০০ গ্রাম প্রয়োগ করবেন। ইউরিয়া ও এমওপি তিন ভাগ করে ১ম ভাগ গোবর ও টিএসপির সাথে বর্ষার শুরুতে এবং বাকি ২ ভাগ সেপ্টেম্বর-অক্টোবর এবং ফেব্রুয়ারী মাসে প্রয়োগ করতে হবে। এছাড়া গাছে লেবুর প্রজাপতি পোকার আক্রমন দেখা গেলে ডিম ও কীড়াযুক্ত পাতা সংগ্রহ করে মাটির নিচে পুতিয়ে ফেলতে হবে। সুমিথিয়ন ৫০ ইসি ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার প্রয়োগ করতে হবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর