Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফসল সম্পর্কে মতামত
বিস্তারিত :ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় আমাদের কিছু উচূ জমি আছে। কয়েক বছর আগে সেখানে কলা, পেপে, বাউকুল আবাদ করি।কিন্তু খুব সামান্য ফলন হয়।তবে কলাকলার ফলন মোটামুটি হয় এবং কলার খরচ উঠে আসে কিন্তু লাভ হয়নি। আমরা সেখানে ফল এবং সবজি চাষ করতে চাই। উক্ত এলাকায় কোন ফসল চাষ লাভজনক হবে সেই ব্যাপারে আপনাদের মতামত চাই।

উত্তর/মতামত

সর্ব প্রথম ঐ স্থানের মাটি পরীক্ষা করাতে হবে। মাটির প্রকৃতির উপর নির্ভর করে ঠিক করতে হবে কোন ফসল চাষ করা উচিত। যেহেতু ইতিমধ্যে ফল চাষ শুরু করেছেন, তাই গাছের সঠিক পরিচর্যার দিকে নজর দিন। সঠিকভাবে পর্যাপ্ত পরিমান সার এবং পানি সেচের ব্যবস্থা করুন।