Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঝাল গাছ শুকিয়ে মরে যাওয়া
বিস্তারিত :১০/১৫ দিন আগেও ঝালের গাছগুলি ভাল ছিল কিন্তু ইদানিং দেখছি গাছগুলি লাল বর্ন হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। এর প্রতিকার কি?

উত্তর/মতামত


দমন:
১। গাছের গোড়ায় পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণে নালা তৈরী করতে হবে।
২। প্রাথমিক অবস্থায় দুই গ্রাম রিডোমিল এম.জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পরপর ৩ বার বীজতলার মাটি ভিজিয়ে দিতে হবে।
৩। বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন/ক্যাপটান গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।