Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফসল মৌসুম বাদে রেষ্ট সময়ে জমিতে কি করা যায় ?
বিস্তারিত :জমিতে তিনটি মৌসুম ছাড়াও বাদ বাকী সময়ে কৃষি ভিত্তিক কার্যক্রমই যেন করতে পারি, সেই পরামর্শ চাই। ধন্যবাদ।

উত্তর/মতামত

জমির ধরণ এবং সেচ ও পানি নিষ্কাষন সুবিধা বিবেচনা করে দুই ফসলের মধ্যবর্তী সময়ে ডাল, তৈল জাতীয় ফসল, আলু এবং সবজি চাষ করা যেতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ডাল, তৈল, আলু এবং সবজির উচ্চফলনশীল জাতসমূহ দুটি ধান ফসলের মধ্যবর্তী সময়ে চাষ করা যায়। এক্ষেত্রে আমন মৌসুমের জন্য রোপা আমন ধানের জন্য ব্রি ধান-৩৩, ৫৬, ৫৭ ও ৬২; বিনা ধান ৭, ১১ ও ১৬; বোরো মৌসুমের জন্য ব্রি ধান-২৮ এবং আউশ মৌসুমের জন্য ব্রি ধান-৪৮ ব্যবহার করে বোরো ও আমনের মধ্যবর্তী সময়ে রোপা আউশ; রোপা আমন ও বোরোর মধ্যবর্তী সময়ে সরিষা (বারি সরিষা-১৪ ও ১৫), আলু (ডায়মন্ট, কার্ডিনাল, গ্রানোলা), মসুর (বারি মসুর-৬ ও ৭) আবাদ করা যায়। তাছাড়া বোরো ধানের পরিবর্তে মুগডালও আবাদ করা লাভজনক। বিএআরআই উদ্ভাবিত চার ফসল বিন্যাসের নিম্নরুপ ফসল ধারা জমির উপযোগিতা ভেদে অনুসরণ করা যেতে পারে:
ক) সরিষা-বোরো-রোপা আউশ-রোপা আমন
খ) আলু-বোরো-রোপা আউশ-রোপা আমন
গ) মসুর-মুগডাল-রোপা আউশ-রোপা আমন
ঘ) আলু-মুগডাল-রোপা আউশ-রোপা আমন
ঙ)সরিষা-মুগডাল-রোপা আউশ-রোপা আমন