Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কুল চাষ
বিস্তারিত :কুলের ফুল আসার সময়,কি ভাবে পরিচর্যা করতে হয় এবং ফুলের রোগ সম্পর্কে জানতে চাই ?

উত্তর/মতামত

গাছের সঠিক পরিচর্যা যেমন- আগাছা পরিষ্কার সেচের ব্যবস্থা ও সার প্রয়োগ করতে হবে। কুলের পাউডার/মিলডিউ একটি মারাত্মক রোগ। গাছের পাতা, ফুল ও কচি ফল আক্রান্ত হয়। এতে ফুল ও ফল ঝরে পড়ে। গাছে ফুল দেখা দেওয়ার পর থিওভিট, সালফোলাক নামক ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে।