Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ডালিমের রোগ
বিস্তারিত :স্যার ডালিমে বর্তমানে বিভিন্ন প্রকার রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। এই কৃষি প্রযুক্তি ভান্ডারে ডালিম সম্পর্কে কোন তথ্য নেয়। তাহলে করনীয় কি?

উত্তর/মতামত


ডালিমের এ্যানথ্রাকনোজ বা আগামরা রোগঃ
গাছের ডাল পালা আগা থেকে মরতে থাকে, ফলন কমে যায়। গাছের ডাল পালার পাতা আগা থেকে হলুদ হয়ে ঝরে যায়। পাতাবিহীন অংশ মরে শুকাতে থাকে। দূর থেকে বাগানের মরা ডালপালা দেখে সহজেই ডাইব্যাক চেনা যায়। গুরুতরভাবে আক্রান্ত গাছ পরিশেষে মারা যায়। রোগাক্রান্ত পাতা ও ডালপালা রোগের উৎস হিসেবে কাজ করে এবং বায়ু ও বৃষ্টির পানি দ্বারা ছড়ায়।
দমন ব্যবস্থাঃ
১) রোগাক্রান্ত ঝরা পাতা, ডালপালা ও কেটে পুড়িয়ে ফেলা।
২) কাটা স্থানে বোর্দোপেষ্ট (তুতে-১, চুন-১, পানি-১০) প্রভিটের প্রলেপ দেয়া।
৩) পলিপাইলিং ব্যাগদ্বারা ফল মুড়ে দেওয়া।
৪) আক্রান্ত বাগানে ১০ দিন পর পর ২-৩ বার ব্যভিষ্টিন (০.১%) স্প্রে করা।