Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : morichr gaser pata o full pode jacche.
বিস্তারিত :moricher gaser pata holod borno daron koreche abong full o morich poce jacche koronio ki?

উত্তর/মতামত

মরিচ গাছের পাতা হলুদ বরন ও ফুল পঁচে যাওয়ার প্রতিকার :
ছত্রাকের আক্রমনে মরিচ গাছের পাতা ও ফুল পচে যায়। এ রোগ দমন করার জন্য বীজ শোধন করে লাগাতে হবে। প্রতি কেজি বীজ ৩ গ্রাম ডাইথেন এম-৪৫/ ব্যাভিস্টিন দিয়ে শোধন করতে হবে। ১-২ টা গাছে লক্ষণ দেখা দিলে আক্রান্ত গাছ জমি থেকে উঠিয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ফুল আসার সময় ও পরে রোগ দেখা দেলে স্প্রে করতে হবে।
নাইট্রোজেনের অভাবে মরিচ গাছ হলুদ বর্ণ ধারণ করে। আবার ছত্রাকের কারনেও গাছ হলুদ হয়। জমিতে নাইট্রোজেন সার পরিমান মত দিতে হবে। বীজ শোধন করে জমিতে লাগাতে হবে। প্রাথমিক অবস্থায় ২ গ্রাম রিডোমিল গোল্ড এম জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পরপর জমিতে দিতে হবে। বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
নিবেদিতা নাথ
বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর