Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পাতায় সমস্যা
বিস্তারিত :ফুলের নিচের পাতা গিলো কুকরে গেছে কেন? এর প্রতিকার কি?

উত্তর/মতামত

বর্ণনানুসারে গাছে লিফ মাইনার জাতীয় পোকার আক্রমন হয়েছে। এ পোকা দমনের জন্য ফুরাডন ২০ গ্রাম কীটনাশক এবং এর সাথে ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম টিএসপি ২০০ গ্রাম এমপি গাছের গোড়া থেকে ১ হাত দুরে মাটি কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। তারপর হালকা করে পানি ছিটিয়ে দিবেন। প্রতি গাছের জন্য সম্ভব হলে আক্রান্ত পাতা ছিড়ে ফেলে দিবেন এবং পরবর্তীতে গাছের নতুন পাতা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তবে গাছের বয়স, গাছের সংখ্যা সম্ভব হলে কিছু ছবি পাঠানোর চেষ্টা করবেন। মাটি এমনভাবে কুপিয়ে দিবেন যাতে গাছের খাদ্য সংগ্রহ কারী শিকর কেটে না যায়।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর