Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুতে ব্লাইট
বিস্তারিত :আলুর পাতা পচন ও আলুর পাতা কোকরা সারাতে কি ব্যবহার করব?

উত্তর/মতামত

আলুর পাতা পচা রোগ দেখা দিলে সেচ বন্ধ করতে হবে এবং Secure নামক ফানজিসাইড ১% হারে ৩ দিন পরপর পাতা উপরে ও নীচে ভালভাবে স্প্রে করতে হবে।

আলুর পাতা কোকরা রোগ হলে আলুসহ গাছ উপড়িয়ে ফেলতে হবে। এটি একটি ভাইরাস রোগ যা জাবপোকা দিয়ে ছড়ায় তাই জাব পোকা দমনের জন্য Admire 200 SL @ 0.25-0.50 মি.লি/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর স্প্রে করতে হবে।
মো: আবু কাওছার
বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর
মোবাইল : ০১৭২৪-২৮৭৭৯৩