Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের বউলে পোকা ধরা
বিস্তারিত :আমার আমের বাগান একটি আমের বাগান আছে অনেক আম হয় কিন্তু অধিকাংশ আমই পোকায় ধরে যেমন আমের উপর দেখে বোজার খমতা নাই যে ভিতরে পোকা আছে আর আমের বউল পরে যায় আমের করা কম থাকে

উত্তর/মতামত

শোষক পোকা (হপার) এবং এনথ্যাকনোজ রোগ আমের প্রধান শত্রু । মুকুল আসার সময় এই পোকা এবং রোগের আক্রমনে ফুল ঝরে যায়। আমের মুকুল আসলে (ফুল ফোটার পূর্বেই) প্রতি লিটার পানিতে ১ মিলি ইন্ডোফিল মিশিয়ে এবং প্রতি ৫ লিটার পানিতে ১ মিলি কনফিডর মিশিয়ে একবার এবং তারপর আরেকবার গাছের পাতা, মুকুল, ডালপালা ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
আমের ফল ছিদ্রকারী/ভোমড়া পোকার কীড়া আমের গায়ে ছিদ্র করে ভিতরে ঢুকে শাঁস খায়। সাধারণত কচি আমের ছিদ্র করে এরা ভিতরে ঢুকে এবং ফল বড় হওয়ার সাথে সাথে ছিদ্র বন্ধ হয়ে যায়। তাই বাইরে থেকে আম ভাল মনে হলেও ভিতরে পোকা পাওয়া যায়। এই পোকার আক্রমন থেকে পরিত্রান পেতে আম গাছের মরা ও অপ্রয়োজনীয় শাখা, পরগাছা কেটে ফেলতে হবে। গাছে ফল মার্বেল(ছোট) অবস্থায় প্রতি লিটার পানিতে ১ মিলি হারে সাইপার মেথ্রিণ (রিপকর্ড/সিমবুস) ১০ ইসি মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
ড. মদন গোপাল সাহা,
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২