Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তরমুজ গাছের গোরা পচন
বিস্তারিত :তরমুজ গাছের কিকি রোগ আছে এবং তা সমাধানের উপায় কিকি

উত্তর/মতামত

ফসল : তরমুজ
রোগের নাম : গোড়া পঁচা
কারণ : স্কেলেরোশিয়াম প্রজাতির ছত্রাক
উৎপত্তি ও বিস্তার : মাটি বাহিত রোগ। জমিতে বেশী শুকনা থাকলে ইহার আক্রমন বেড়ে যায়।
প্রতিকার :
১) বীজতলার মাটিতে বীজ বোনার আগে ভিটাভ্যক্স বা ক্যাপটান (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) নামক ছত্রাক বারক দ্বারা বীজ শোধন করা।
২) পরিমিত পরিমান সার ও সেচ প্রয়োগ করা ।
৩) সঠিক রোপন দুরত্ব (২ x ১.৫ মি/গাছ) ও প্রতি মাদায় ১টি সুস্থ গাছ রাখা।
৪) রোগ দেখা দিলে ব্যাভিষ্টিন @ ০.১% হারে পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় স্প্র করতে হবে।
ড. মোছাম্মৎ: সামছুন্নাহার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল : ০১৬৭-৪৮৭৬২৫২