Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের গাছে মুকুল আসার সময় কি ঔষধ দেওয়া লাগবে
বিস্তারিত :আমের গাছে মুকুল আসার পর আম আটকানোর জন্য আমাকে কি ঔষধ দেওয়া লাগবে

উত্তর/মতামত

আম গাছে মুকুল আসলে যে ঔষধগুলো দিতে পারেন:
১। কনফিডর @ ১ গ্রাম প্রতি ৫ লি: পানিতে এবং ইন্ডোফিল @ ২ গ্রাম প্রতি ১ লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। রিপকর্ড @ ১ মিলি প্রতি লি: পানিতে এবং টিল্ট @ ০.৫ মিলি প্রতি লি: পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
এগুলো, ফুল যখন কুড়ি অবস্থায় থাকবে তখন একবার এবং ফল যখন মটর দানা আকৃত ধারন করবে তখন আরেকবার স্প্রে করতে হবে। আর ফল আটকানোর জন্য ফলের মটরদানা ও মার্বেল আকৃতিতে ২% ইউরিয়া স্প্রে করতে হবে।

ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র,
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২