Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি আদা-১ প্রাপ্তিস্থান
বিস্তারিত :আমি জামালপুর থাকি। বারি আদা-১ জামালপুর থেকে কিভাবে সংগ্রহ করব। হাট বাজারে প্রাপ্ত বীজ আদা যদি বারি আদা-১ জাতের না হয়, সে ক্ষেত্রে আমি কি করতে পারি। দয়া করে জানালে উপক্রিত হব।

উত্তর/মতামত

বারি আদা-১ জাতের মাতৃবীজ বা মাতৃকন্দ মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে ড. মো. আশিকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার (মোবাইল- ০১৭১১১১৯২৮৭) সাথে যোগাযোগ করা যেতে পারে অথবা গাজীপুর থেকে কৃষকের উৎপাদিত বারি আদা-১ জাতের বীজ সংগ্রহ করা যেতে পারে। কৃষকের নাম- ফরিদ, মোবাইল- ০১৭১৮-৬৬৪১০৬।

মোহা: মাসুদুল হক
এসএসও
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর