Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছে জোড় কলম
বিস্তারিত :পেয়ারা গাছে কি জোড় কলম করা যায়? গেলে কি ভাবে করব

উত্তর/মতামত

পেয়ারা গাছে জোড় কলম করা যাবে, তবে সেটা কার্যকরী এবং টেকসই পদ্ধতি নয়। পেয়ারা গাছের জন্য উপযুক্ত ও কার্যকরী পদ্ধতি হল গুটি কলম এবং বাডিং। গুটি কলম এ গাছের আয়ু কম হয়। বাডিং করাটাই বেশি কার্যকরী। এক্ষেত্রে পলিপেয়ারা বা এল-৪৯ পেয়ারার গাছে নির্ধারিত জাতের সায়ন দ্বারা শীল/টি বাডিং করলে ভাল পেয়ারার গাছ পাওয়া যায়। এই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত (ছবিসহ) জানতে চাইলে Internet এ সার্চ দিন। এছাড়া সরাসরি যোগাযোগ করুন-
ড. মদন গোপাল সাহা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১