Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছােদ বানিজ্যিক ভাবে মালটা সাষ
বিস্তারিত :আমার বাড়ীর ছাদ ৩০০বগঁ পুট।এতে কি পরিমান চারা লাগাতে পারব।আর টবের সাইজ কত হবে।কুন ধরনের টব ভাল হবে।আর কুন ধরনের চারা লাগাতে হবে।কলম/বীজ।বিসতারিত জানাবেন।

উত্তর/মতামত

বাড়ীর ছাদে কলমের চারা লাগাবেন। গাছ থেকে গাছের মাঝে ১.৫-২ মিটার জায়গা রেখে ৮-১০ টি গাছ লাগাতে পারবেন। ২.৫ ফিট×২.০ ফিট সাইজের হাফ ড্রাম অথবা সিমেন্ট দিয়ে টব তৈরী করে গাছ লাগাতে পারবেন। ভাল চারা কলম পেতে এবং ছাদে মাল্টা বাগানের পদ্ধতি, পরিচর্যা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
ড. মো: আজমত উল্লাহ
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৮১৬-১৪৬৪০৩