Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে বীজ
বিস্তারিত :চট্টগ্রামে কোন জায়গায় ভালো পেঁপে বীজ পাওয়া যাবে?

উত্তর/মতামত

শাহী পেঁপের বীজ
সাধারণত প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে শাহী পেঁপের বীজ ক্রয় করা যেতে পারে যার মূল্য ৬০,০০০ টাকা/ কেজি বা ৬০ টাকা/ গ্রাম। এছাড়া ফেব্রুয়ারি মাসে যোগযোগের ভিত্তিতে স্বল্প সংখ্যক পেঁপের চারাও ক্রয় করা যেতে পারে (৫ টাক/ চারা)। তবে বীজ এবং চারা উভয় ক্ষেত্রেই নির্ধারিত সময়ের পূর্বেই বীজ বা চারার পরিমাণ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর, মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১