Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।
বিস্তারিত :প্রায় সাত দিন ধরে আমের গাছে মুকুল আসছে কিন্ত সব মুকুল ঝড়ে যাচ্ছে? এখন কি করব।

উত্তর/মতামত

আপনার আমের গাছ কি কলমের চারা, নাকি বীজের চারা, গাছের বয়স কত- এসব কিছুই জানান নাই। কলমের গাছ হলে ৪-৫ বছর বয়স পর্যন্ত কোন মুকুল, ফল ধরতে দেওয়া যাবে না, মুকুল আসলে ভেঙ্গে ফেলতে হবে। সারা বছর গাছের সঠিক পরিচর্যা, সেচ ও সার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। মুকুল ঝরে যাওয়ার লক্ষণসমূহ জানান নাই। এমতাবস্থায় পরামর্শ দেওয়া সমীচিন নয়। উপরোক্ত তথ্যসমূহ ঠিক থাকলে এখন পানি দিয়ে দেখতে পারেন। পাউডারী মিলডিউ, এনথ্রাকনোজ ও হপার পোকার আক্রমন আমের মুকুল ঝরার অন্যতম কারণ।

১। মুকুলে সাদা/ধূসর পাউডার (পাউডারী মিলডিউ) দেখা যায় তাহলে থিওভিট ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
২। পাতা, মুকুলে কালো দাগ (এনথ্যাকনোজ) হলে ইন্ডোফিল ২ গ্রাম/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
৩। মুকুল শুকিয়ে বিবর্ণ (হপার পোকা) হলে রিপকর্ড ১০ ইসি/লি. পানিতে মিশিয়ে পাতা, মুকুল, ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২