Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : করলা ও বেগুন এর রোগ বিষয়।
বিস্তারিত :করলা বড় হয় ফুল ও আসে। কিনতু গাছে আগা বাড়ে না। গাছ লাল হয়ে মারা যায়।এখন কি করা?

উত্তর/মতামত

গাছে ভাইরাস হলে পাতা ছোট এবং পাতার রং হলুদাভ হয়ে যায়। তখন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, ফলে আর গাছের আগা বাড়ে না। আর যদি ভাইরাস আক্রান্ত হয়েই থাকে তবে তার কোন প্রতিকার নেই। এজন্য ভাইরাস দমিয়ে রাখতে হলে বীজ বপনের পূর্ব মূহুর্ত থেকে প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে হবে। তবে আপনার বক্তব্যটি পরিস্কার নহে। সেক্ষেত্রে রোগাক্রান্ত অংশের বা সমস্যাগুলোর ছবি তুলে পাঠানোর জন্য অনুরোধ করছি। আক্রান্ত অংশের ছবি উক্ত সমস্যা সম্বন্ধে সঠিক মন্তব্য ও প্রতিকারের ব্যবস্থা নিতে সহায়তা করবে।

ড. মোহাম্মদ আবু তাহের মাসুদ
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, জয়দেবপুর, গাজীপুর-১৭০১
মোবাইল - ০১৯১২২৫১৩৫৪