Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউ গাছের গোড়া পচে যাচ্ছে ও পাতা হলদে হয়ে যাচ্ছে।
বিস্তারিত :বিস্তারিত বিবরনঃ বিস্তারিত বিবরনঃ (আমরা সাধারণত জালি বলে থাকি) গাছের বয়স এক মাস , ঘেরের আইলে লাগিয়েছি কিন্তু লাউ গাছের গোড়া পচে যাচ্ছে ও পাতা হলদে হয়ে যাচ্ছে। দয়াকরে এর কারণ কি?? এবং প্রতিকার কি জানান???

উত্তর/মতামত

আপনার বর্ণনা থেকে বুঝা যাচ্ছে যে গাছটি হয় চালকুমড়া/জালি বা লাউ । পাতায় যে হলদে হয়ে যাওয়া তা সাধারণত: গাছের গোড়া স্যাত স্যাতে থাকলে হয়। তাছাড়া ভাউরাসের কারনে হতে পারে। যদি ভাইরাসের কারনে হয় তাহলে পাতা কোকড়ানো থাকলে, সে ক্ষেত্রে আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলতে হবে। মাটি স্যাত স্যাতে থাকলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। গাছে ইউরিয়া বা সালফার সারের অভাবেও পাতা হলুদ হতে পারে। সেক্ষেত্রে উপরোক্ত সার মাত্রা অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে‌।

ড. এ কে এম কামরুজ্জামান
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল ০১৭৫৪১১২০৫০