Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমগাছের ফুল ঝরে যায কেন
বিস্তারিত :আমগাছের ফুল আসার পর ফুল গুল সুকিযে যায

উত্তর/মতামত

আমে শোষক পোকার (হপার) আক্রমন এবং এ্যানথ্রাকনোজের কারণে ফুল মুকুল শুকিয়ে, বিবর্ণ হয় এবং ঝরে পড়ে। আমের মুকুল আসলে ফুল ফোটার আগেই নিম্নোক্ত ঔষধগুলো স্প্রে করতে হবে- হপার পোকা-Confidor @2g/10L water এ্যানথ্রাকনোজ- Indofil@2g/L water Tilt 250EC@0.5 ml/L water, হারে মিশিয়ে একবার এবং তার একমাস পর আরেকবার গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২