Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আগর গাছের পরিচর্জা সম্পর্কে জানতে চাই
বিস্তারিত :আমার বাড়ি সিলেট।আমি বিশদিন পূর্বে আমার জমিতে একশত আগর গছের চারা রোপণ করি।(রোপণকৃত চারার উচ্চতা চার ফুট। রোপণের দশদিন পূর্বে জমিতে গর্ত করে প্রতি গর্তে গোবর ও চাই দেয়া হয়।) রোপনের তিন দিন পর প্রায় সকল চারার পাতা ঝরে যায় ও নতুন কুড়ি শুকিয়ে যায়। শুধু অন্য গাছের ছায়ায় রোপনকৃত পাঁচটি চারা ভাল আছে। (চারা রোপণের পর এক সপ্তাহ দিনে রোদ ও রাতে বৃষ্টি হয়। )পাতা ঝরা অধিকাংশ চারার প্রধাণ কান্ড এখনো জীবিত আছে। কি কারণে এ সমস্যা হতে পারে এবং পাতা ঝরা চারা গুলোকে বাচানো কি সম্ভব ? সিলেটের কোথায় ভাল মানের আগর চারা পেতে পারি ? আগর গাছের পরিচর্যা ও সার প্রয়োগ সম্পর্কে জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

আগর গাছের চারা রোপনের সময় সম্ভবত: গাছের শিকড়ের তুলনায় পাতা বেশী ছিল একারণে Dehydration (পানি অপচয়) জনিত কারণে গাছে পানি শূন্যতার ফলে গাছে শুকিয়ে গেছে। লাগানোর পূর্বে চারার পাতা ও শাখার সংখ্যা কমিয়ে (pruning/clipping করে) দিয়ে বিকালে রোপন করে পানি দিলে এ সমস্যা কমে যাবে। বর্তমানে যে গাছের গোড়া জীবিত আছে সেগুলির মরা অংশ কেটে চর্তুদিকে (১ ফিট বাদে) সার পানি দিলে তা ঠিক হয়ে যাবে। সিলেটের সরকারী উদ্যান নার্সারী ও ভাল নার্সারী থেকে আগর এর চারা সংগ্রহ করা যেতে পারে।

ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
এসএসও
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর
মোবাইল- 01711-901497