Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারার ভিতরে পোকা হয় কেন?
বিস্তারিত :পাকা পেয়ারা কাটলেই ভিতরে অনেক সাদা সাদা পোকা/ কিরা দেখা যায়। এবং এগুলা চোখের পলকেই ভিতরে ডুকে যায়। কিন্তু কাচাঁ পেয়ারায় এ পোকা / কিরা দেখা যায় না। এখন কি করতে পারি জানাবেন দয়া করে।

উত্তর/মতামত

আপনার বর্ণনানুযায়ী পেয়ারাতে ফ্রুট ফ্লাই নামক পোকার আক্রমন হয়েছে। আক্রান্ত ও পরিপক্ক ফলের ক্ষেত্রে বর্তমানে আর কিছু করার নেই। এগুলো পেড়ে ও গাছের গোড়ায় জমা পাতা, আগাছা ধ্বংস করতে হবে। অপরিপক্ক ফল থাকলে এবং পরবর্তীতে নতুন ফল আসলে, ফলের বয়স ৫০-৫৫ দিন হলেই টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সমস্ত ফল, গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। এরপর বাদামী কাগজ বা ছোট ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে ব্যাগিং করে দিতে হবে।

ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১