Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তেজপাতা চাষ, রোগ সম্পর্কে জানতে চাই
বিস্তারিত :তেজপাতা গাছে নানারকম রোগ বালাই, বিশেষ করে পাতা গুলোতে গোল গোল তিলের মতো হয়। তা থেকে বাচানোর উপায় সম্পর্কে জানতে চাই।

উত্তর/মতামত

পানি নিষ্কাশন সুবিধাযুক্ত উর্বর মাটি তেজপাতা চাষের জন্য উত্তম। শরৎ কালের শুরুর দিকে অথবা বসন্তে গাছ লাগানো হয় এবং গ্রীষ্মকালে ডালপালা ছাটাই করতে হয়। তেজপাতা গাছ ৪-৫ সেমি. পরপর রোপন করতে হয়। কান্ড লেয়ারিং অথবা মূল কাটিং এর মাধ্যমে তেজপাতার চারা তৈরী করা হয়। তবে বাংলাদেশে সাধারণত কাবাব চিনি গাছের বুট স্টকের উপরে গ্রাফটিং করে তেজপাতার চারা তৈরী করা হয়। হাত দ্বারা পাতা সংগ্রহ করা হয়। একদিন ছায়ায় শুকাতে হয় এবং পরে সূর্যালোকে দেয়া হয়।

রোগ বালাই:
তেজপাতায় সাধারণত পাতা পোড়া রোগ ও পাতায় গল দেখা যায়। পাতা পোড়া রোগের জন্য আক্রান্ত পাতা ছাটাই করে ফেলতে হবে। রোগের আক্রমণের শুরুতে ০.২% হারে ব্যাভিষ্টিন/০.১% হারে ফলিকুর বা স্কোর ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে। পাতায় গল দেখা দিলে পাতা ছাটাই করতে হবে। Vertimec/omite ০.১% হারে আক্রান্ত গাছে দিতে হবে। আক্রান্ত পাতা ছাটাই করে পুড়িয়ে ফেলতে হবে।

নিবেদিতা নাথ
বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল- ০১৭১৭-২২২৫৬২