Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Tajpata chash
বিস্তারিত :Tajpata chash poddoti

উত্তর/মতামত

তেজপাতার চাষ:
পানি নিষ্কাশন সুবিধাযুক্ত উর্বর মাটি তেজপাতা চাষের জন্য উপযুক্ত। শরৎ কালের শুরুর দিকে অথবা বসন্তকালে গাছ লাগানো হয় এবং গ্রীষ্মকালে ডালপালা ছাটাই করতে হয়। তেজপাতা গাছ ৪-৫ সে.মি. পরপর রোপন করতে হয়। কান্ড লেয়ারিং অথবা মূল কাটিং এর মাধ্যমে তেজপাতার চারা তৈরী করা হয়। তবে বাংলাদেশে সাধারণত কাবাব চিনি গাছের রুট স্টকের উপরে গ্রাফটিং করে তেজপাতার চারা তৈরী করা হয়। হাত দ্বারা পাতা সংগ্রহ করা হয, একদিন ছায়ায় শুকাতে হয় এবং পরে সূর্যালোকে শুকাতে দেয়া হয়।

নিবেদিতা নাথ
বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল- ০১৭১৭-২২২৫৬২