Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কিভাবে সরিষার খৈল পচাবো, আর কিভাবে গাছের গোড়ায় দেব
বিস্তারিত :সরিষার খৈল

উত্তর/মতামত

বীজ বা চারা লাগানোর পূর্বে সরিষার খৈল মোটামুটি ভাবে গুড়া করে মাটিতে ছিটিয়ে প্রয়োগ করে হালকা পানিসেচ দিতে হবে। ৩-৪ দিন পর জমিতে জো আসলে মাটি আলোড়ন করে মাটির সাথে প্রয়োগকৃত খৈল মিশিয়ে দিতে হবে। বাড়ন্ত/ফলন্ত গাছে খৈল প্রয়োগ করতে হলে উহা পানিতে সিক্ত করে (ডুবিয়ে রাখা যাবে না) ৫-৭ দিন ঢেকে রাখলে পঁচন প্রক্রিয়া শেষ হবে। অত:পর গাছের গোড়ার মাটি আলগা করে উক্ত খৈল প্রয়োজনমত প্রয়োগ করা উচিত। মাত্রা: হেক্টর প্রতি ২-৩ টন।

ড. মো: আজিজুল হক
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর
মোবাইল-০১৭১৫-১৬১৩১৩