Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লেবু গাছের রোগ
বিস্তারিত :অামার বাড়ির ছাদের বাগানের লেবু গাছের পাতা কান্ড লেবুতে এক ধরনের লাল ছত্রাকের মত সমস্ত গাছে দেখা যাচ্ছে এই মুহূর্তে অামার কি করনীয়।অনুগ্রহ করে জানালে উপকৃত্য হতাম।

উত্তর/মতামত

লেবু গাছ এ ক্যাংকার রোগের আক্রমন হয়েছে। এক্ষেত্রে আক্রান্ত পাতা, ডালপালা ছাটাই করে পুড়িয়ে ফেলতে হবে। কাটা অংশে বর্দোপেস্ট (১০%) এর প্রলেপ দিতে হবে। কপার সমৃদ্ধ ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এছাড়া প্রতি লিটার পানিতে ১ গ্রাম একতারা ৫ এসজি অথবা ১ মি. লি. সুমিথিয়ন মিশিয়ে স্প্রে করে ক্ষত সৃষ্টিকারী লিফ মাইনার পোকা দমন করতে হবে। গাছ এবং গাছের গোড়া সব সময় পরিস্কার রাখতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২