Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Agriculture
বিস্তারিত :সুপারি গাছের পাতা লাল হয়ে যায়

উত্তর/মতামত

সাধারণত : বয়স্ক গাছের পাতা লাল হয়ে ঝরে পড়ে। লবনাক্ত অঞ্চলে পানিতে উচ্চ মাত্রার লবণ থাকলে সুপারি গাছের পাতা লাল হতে পারে। তাছাড়া গাছের গোড়ায় জলাবদ্ধতা পাতা লাল হয়ে যাওয়ার কারণ। তাই গাছের গোড়ায় সুনিস্কাশনের ব্যবস্থা রেখে সুষম সারের প্রয়োগ করতে হবে।
ড. রুম্মান আরা
এসএসও
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর