Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল গাছের বীয সম্পর্কে
বিস্তারিত :আমি একটি ফলেৱ বাগান কৱতে চাই ৷ কিন্তু ফলেৱ বীয কোথায় পাব খুজে পাচ্ছিনা ৷ এবং কোন ফলে কম টাকায় বেশী লাভ হয় ৷ দয়া করে জানালে ভাল হত ৷ (আমাৱ কাছে টাকা একেবাৱেই কম)

উত্তর/মতামত

ফলের বাগান করতে চাইলে বীজের গাছ লাগানো সমীচীন নয়। গুনগত মান সম্পন্ন চারা কলম লাগাতে হবে। বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফল যেমন আম, পেয়ারা, লেবু, কুল, আমড়া ইত্যাদি ফলের উন্নত জাত সংগ্রহ করে লাগাতে পারেন। এসব ফলের জাত সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন- ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। এছাড়াও আপনার নিকটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২