Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লেবু গাছে ক্যাংকার রোগ
বিস্তারিত :অামার বাড়ির ছাদের বাগানে অনেক রকমের ফুল ফল ইত্যাদি গাছ অাছে।তার মধ্যে ৩টি লেবু গাছ অাছে,লেবু গাছে গত ২মাস যাবত এক প্রকার রোগে অাক্রান্ত।স্থানীয় কৃষি অফিস থেকে রোগ নির্ণয় করে ক্যাংকার রোগ বলেছে।মেডিসিন যেগুলো ব্যবহার করতে বলেছে তাতে কোন রকম রোগজনিত সমস্যা ভালো হচ্ছে না। ঔষুধের নাম নিম্নে দেয়া হলো- মেডিসিন নামঃ১/এ্যামিস্টারটপ ২/সলুবর বোরন ৩/একামাইট ৪/সালফার (গন্ধক)। অনুগ্রহ করে কি ব্যাবহার করলে এই রোগ সম্পন্ন রুপে সেরে যাবে জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ।

উত্তর/মতামত

ক্যাঙ্কার ব্যাকটেরিয়া জনিত রোগ। কমলার কচি, বাড়ন্ত কুড়ি, পাতা ও ফলে এ রোগের আক্রমন বেশি হয়। নির্দেশিত ঔষধগুলো ক্যাঙ্কার প্রতিকারের উপযোগী নয়। এক্ষেত্রে, বর্ষা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত বর্দোমিক্সার বা কুপ্রাভিট-৫০ ডব্লিউপি অথবা কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আক্রান্ত ডাল, ডগা ও পাতা কেটে ফেলতে হবে এবং বাগানে জমে থাকা আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। লীফ মাইনার নামে পোকার দমন ব্যবস্থা নিতে হবে। বাগানের চারদিকে বাতাস প্রতিরোধক ও ছায়া প্রদানকারী গাছ যেমন আম, জাম, কাঁঠাল ও নীম গাছ লাগাতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২