Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাল মাটিতে উপঝুকত ফসল
বিস্তারিত :আমার ৫ বিগা উচু জমি আছে সোনারগা। জমিটির পুরু মাটি লাল। আমি জানতে চাই এ জমিতে কোন কোন ফসল চাষ করলে আমি ভাল ফলন পেয়ে লাভবান হতে পারি।

উত্তর/মতামত

আপনার জমিটি পুরো মাটি লাল। এতে বুঝা যাচ্ছে, জমির মাটি অম্লীয়। তবে মাটি পরীক্ষা করলে বুঝা যাবে মাটি অম্লত্বের পরিমান কত। সাধারণত: অম্লত্ব (pH) ৫.০০ বা তার চেয়ে কম হলে মাটিতে হেক্টর প্রতি ১ টন চুন প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রতি ১০০ বর্গ মিটার জমিতে ১০ কেজি ডলোচুন প্রয়োগ করতে হবে। অম্লযুক্ত মাটিতে চুন প্রয়োগ করলে সব ফসলের আবাদ করা যায়। অম্লীয় মাটিতে শাকসবজি, লেবু, আনারস, কলা, পেঁপে ইত্যাদি ফসলের আবাদ করা যেতে পারে। জমির মাটির রাসায়নিক বিশ্লেষণ করলে জমির অম্লত্ব (pH) সহ অন্যান্য উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, জিংক, বোরন ইত্যাদি জানা যাবে। মাটির উপাদানের অবস্থা জানা থাকলে বিভিন্ন ফসলের জন্য সার প্রয়োগের মাত্রা সুপারিশ করা সহজ হবে। মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), জয়দেবপুর, গাজীপুর বা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফার্মগেট, ঢাকায় যোগাযোগ করতে পারেন।

ড. মো: আজিজুল হক
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর
মোবাইল-০১৭১৫-১৬১৩১৩