Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু
বিস্তারিত :আমি জানতে চাই আলুর পাতা কোকড়ানো

উত্তর/মতামত

আলু গাছে ভাইরাস রোগের আক্রমনে পাতায় কোকড়ানো লক্ষণ দেখা যায়। সাধারণত পটেটো ভাইরাস এক্স, পটেটো ভাইরাস ওয়াই, পটেটো ভাইরাস এস, পটেটো ভাইরাস এম ও পটেটো ভাইরাস এ এর একক অথবা মিশ্র আক্রমণে পাতায় কোকড়ানো অবস্থার সৃষ্টি হয়। এতে পাতায় কোকড়ানো লক্ষণের পাশাপাশি পাতায় মোজাইক, পাতা কুকড়ে যাওয়া, পাতার আকৃতি ছোট হয়ে যাওয়া ও পাতার নীচের শিরায় কালচে দাগ দেখা যেতে পারে।
ভাইরাস বিস্তরণ
এ সকল ভাইরাস জাব পোকা, সাদা মাছি এর পাশাপাশি মাঠ ফসল যন্ত্রপাতি এর মাধ্যমেও অসুস্থ গাছ হতে সুস্থ গাছে ছড়াতে পারে।
দমন ব্যবস্থাপনা
১. রোগমুক্ত সুস্থ বীজ (প্রত্যায়িত বীজ) ব্যবহার করা।
২. জাব পোকা, সাদা মাছি দমনে কীটনাশক ব্যবহার করা যেমন-এডমায়ার প্রতি ৪ লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ৭-১০ দিন অন্তর অন্তর ব্যবহার করা।
৩. মাঠে এ ধরনের লক্ষণযুক্ত কোন আলু গাছ দেখা মাত্র আলুসহ গাছটি তুলে ফেলে আলু মাঠ থেকে দূরে সরিয়ে ফেলা।
৪. টমেটো, তামাক, সীম এ জাতীয় ফসলগুলোতে জাব পোকাসহ সাদামাছির আক্রমন দেখা যায়। তাই, আলু মাঠকে এ সকল ফসলমুক্ত রাখতে হবে।