Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : থাই পেয়ারা
বিস্তারিত :এটি বছরে কতবার ফল দেয়,? আমি বাগান করেছি দুবছর চলছে, কিন্তূ শীতে ফুল আসার কথা এখনো ফুল আসেনি, তো আমি জানতে চায় থায় পেয়ারা কি কি মাসে ফুল দেয়?

উত্তর/মতামত

আপনি যেটাকে থাই পেয়ারা বলছেন এটি আসলে বিএআরআই এর উদ্ভাবিত জাত বারি পেয়ারা-২। এটি কমবেশী সারা বছর ফল দেয়। প্রধান মৌসুমে মার্চ এপ্রিল মাসে গাছে ফুল আসে এবং আগস্ট-সেপ্টেম্বর মাসে ফল আহরন উপযোগী হয়। আপনার লাগানো জাতটি বারি পেয়ারা-২ কিনা, বীজের নাকি কলমের চারা তা জানান নাই। কি ধরনের পরিচর্যা করেছেন এসব জানান নাই। কলমের চারা হলে ফুল আসার কথা। তবে পর্যাপ্ত সার, পানি প্রদান সুনিশ্চিত করতে হবে। বিস্তারিত জানতে www.bari.gov.bd পরে e-book পরে কৃষি প্রযুক্তি হাতবই পরে ২য় খন্ড পরে ফল ফসল
ড. বাবুল চন্দ্র সরকার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র