Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : malta
বিস্তারিত :Jhenaidah er kaligonj thanate malta cultivation er jonno suitable ki?

উত্তর/মতামত

বিএআরআই উদ্ভবিত বারি মাল্টার-১ পাহাড়ী অঞ্চলসহ দেশের সব অঞ্চলে চাষ উপযোগী। এছাড়া মাল্টা চাষের জন্য কম বৃষ্টি বহুল সুনিদিষ্ট গ্রীষ্ম ও শীতকাল বিশিষ্ট শুষ্ক ও উষ্ণ জলবায়ু সবচেয়ে উপযোগী। সব ধরণের মাটিতে জম্মালেও সুনিষ্কাশিত, উর্বর, শধ্যম থেকে হাল্কা দোঁআশ মাটি মাল্টার জন্য উত্তম। ৫.৫-৬.৫ অম্লতায় ভাল জন্মে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২