Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছ লাগানোর উপযুক্ত সময়
বিস্তারিত :গাছ লাগানোর উপযুক্ত সময় ও পরিচর্যা সম্পর্কে জানালে খুব উপকৃত হব। তাই দয়া করে বিষয়টা জানাবেন। প্লীজ

উত্তর/মতামত

আপনি ইতিপূর্বে এই প্রশ্নটি করেছিলেন এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বার বার এক প্রশ্ন করে গবেষকদের মূল্যবান সময় নষ্ট করা সমীচীন নয়। আপনার প্রশ্নটি এর আগে ১৮/০১/২০১৭ তে করেছেন। আর আপনি কোন গাছ লাগাতে চান তা জানান নাই কখনই। সুস্পষ্ট এবং ভিন্ন প্রশ্ন থাকলে করবেন। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২