Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পরামর্শ গ্রহন
বিস্তারিত :আমের ফল ছিনতাইকারী পোকা

উত্তর/মতামত

আপনার প্রশ্নটি সুস্পষ্ট নয়। ফল ছিনতাইকারী পোকা বলতে কি বুঝিয়েছেন বোধগম্য নয়। ফল ছিদ্রকারী পোকা রয়েছে। কিন্তুঅনুমানের উপর ভিত্তি করে পরামর্শ সমীচীন নয়। সুস্পষ্ট প্রশ্ন করলে পরবর্তীতে পরামর্শ দেওয়া হবে। এছাড়া ভিজিট করতে পারেন। www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (আম)। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২