Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঢেরশ চাষ
বিস্তারিত :ঢেরসের গাছের মাটির নিচে শিকর পচে জাচ্ছে

উত্তর/মতামত

আপনার গাছের গোড়া বা শিকড় মাটিতে জন্ম নেয়া Fusarium oxysponium অথবা S. rolfsii নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে। ফসল লাগানোর আগে Soil Treatment করে নিলে হয়ত এরকম সমস্যা হতো না । আপনি বর্তমানে Bavistin powder (2g/liter) পানিতে মিশিয়ে প্রতি গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দিন। এভাবে ৭ দিন পর পর ২/৩ বার করুন। তারপর পরিস্থিতি লক্ষ্য রাখুন। সমাধান না হলে অনুগ্রহ করে আবার আমাদের সাথে যোগাযোগ করুন। এইচ. ই. এম. খায়রুল মাজেদ বৈজ্ঞানিক কর্মকর্তা সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল ০১৭১২-৬৫৭৩৯৩