Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ গাছ
বিস্তারিত :মরিচ গাছোর পাতা কোকড়ানো/ভাজ হয়ে যায়।

উত্তর/মতামত

পোকা ও মাকড়ের আক্রমনে মরিচের পাতা কুড়ড়ে যায়। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় পোকা অর্থাৎ থ্রিপস পোকা আক্রমন করলে পাতা উপরের দিকে নৌকার মতো বাকা হয় এবং মাকড়ের আক্রমনে পাতা নিচের দিকে কুকড়ে যায় এবং পাতার নিচে লাল লাল ছোট সুট দেখা যায়। এক্ষেত্রে আক্রমনের প্রাথমিক অবস্থায় পোকা ও মাকড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

১। থ্রিপস পোকার জন্য সাকসেস ২.৫ এমসি/ইসিটাক ২০ এমএল@১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালভাবে গাছের পাতার উপরে ও নিচের দিকে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে ৭-১০ দিন অন্তর।
২। মাকড়ের জন্য ভার্টিসেক/ও মাইট/ইকোনিম ১.৮ ইসি@ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালভাবে গাছে ভিজিয়ে দিতে হবে ৭-১০ দিন অন্তর।
২। পোকা ও মাকড়ের ঔষধ স্প্রে করার সময় অবশ্যই আগে মাকড়নাশক ব্যবহার করে পরে থ্রিপস এর জন্য স্প্রে করতে হবে।

মুহাম্মদ মোস্তাফা কামাল
বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
০১৮১-৮২৮৫৭৯৪